কবি,তুমি ভেবেছ কি তোমার লেখার মাঝে কতটা আছে ওরা যাদের পাশে তোমার খুব প্রয়োজন স্বপ্ন যাদের নেই তোমার লেখায় স্বপ্ন কই? কবি,তোমার কাগজ জুড়ে শুধু ভালবাসা,হাসি,আনন্দ যারা বাঁচতে চায় যারা বলতে চায় তুমি তাদের কথা হয়ে আসবে কবে এসব লিখা লিখতেই হবে তোমার কবিতার খাতায় স্বপ্নগুলো শব্দ হয়ে আসতেই হবে এবার কবি,তুমি ভেবেছ কি তোমার লেখার মাঝে কতটা আছে ওরা যাদের পাশে তোমার খুব প্রয়োজন স্বপ্ন যাদের নেই তোমার লেখায় স্বপ্ন কই? কলম হাতে যুদ্ধে যেতে তোমার কিসের ভয় কবি? লিখেই দেখ তাদের কথা তুমি একা নও এই শহরে কলম হাতে যুদ্ধে যেতে তোমার কিসের ভয় কবি? লিখেই দেখ তাদের কথা তুমি একা নও এই শহরে