মনের কথা কোথায় যাব বল কোথায় গেলে পাব তোমার অন্তরের গহীন কোথায় গেলে শুনতে পাব তোমার ভাষার অন্তমিল যখন সন্ধ্যে নামে তখন আকাশ লালচে নাকি নীল নাও ভাসিয়ে মন পবনের নোনতা বাতাস গুণগুণিয়ে গান ধরে সেই একলা নাবিক যে গান শোনায় যে জল গড়ায় পাহাড় চিড়ে সাগর হতে মনের কথা ভীষণ উদাস কোথায়, কখন, কীভাবে, কে জানে বদলে যেতে চায় হারিয়ে যেতে চায় বদলে যেতে চায় মেঘ গুড়্গুড় জল ছল ছল বৃষ্টিতে ঝিরঝির শব্দ ছড়িয়ে অর্থ হারিয়ে ঘুরছে দিকবিদিক চোখে ঠোঁটে ইঙ্গিতে কত গল্প কবিতা নোনাধরা সেই চিঠিগুলো তবু পাচ্ছে ঠিকানা যে গান শোনায় যে জল গড়ায় পাহাড় চিড়ে সাগর হতে মনের কথা ভীষণ উদাস কোথায়, কখন, কীভাবে, কে জানে বদলে যেতে চায় হারিয়ে যেতে চায় বদলে যেতে চায় যে গান শোনায় যে জল গড়ায় পাহাড় চিড়ে সাগর হতে মনের কথা ভীষণ উদাস কোথায়, কখন, কীভাবে, কে জানে