Kaaktaal - Raater Gaan - Version 01 şarkı sözleri
Sanatçı:
Kaaktaal
albüm: Kaaktaal Raw, Vol. 2
হয়তো তোমার চোখে ঘুম নেই আজ রাতে
হয়তো তোমার এভাবেই রোজ রাত কাটে
রাত-প্রহরীর বাঁশি কীসে যেন মিশে যায়
আবছা সুরেলা জোছনায়
হয়তো ভাবছ তুমি একাকীত্বের কথা
হয়তো আলিঙ্গন আকুতিতে হাত পাতা
হয়তো পাশে ঘুমে মগ্ন মানুষটাতে
খুঁজে পাও সুখ-বেদনা
হয়তো কাজের চাপে তন্দ্রাপীড়িত তুমি
নিশাচর অনুরাগে মত্ত রাতের পাখি
উড়ে যায় মন জ্বলে পুড়ে কতক্ষণ
তবু রাত ডেকে যায় তোমাকে
গান গেয়ে ঘুম পাড়াতে
ঘুমপাড়ানি চাঁদ আকাশে
মেঘে লুকোচুরি খেলে তারাদের মায়াতালে
চোখ বুজে কান পাতো শুনতে পাবে তাহলে
রাত এখনও কত প্রাচীন কবিতা পড়ে
পৃথিবীটা আনমনে শুনে যায় চুপচাপ
ভুলে গিয়ে সন্তাপ হিসাবের অপলাপ
নিদ্রাসুখের আদলে
♪
হয়তো এখন তুমি গভীর রাতের
সেই নিকষ কালো গভীরতায় যাচ্ছ ডুবে
হয়তো এখন তুমি cigarette হাতে নীরবতা
হয়তো সময় স্রোতে ভেসে যাওয়া নিয়মের সাথে
রোজ রাতে স্বপ্নের ডাক-পিওনের
যুদ্ধ শেষের আশা বুকে নিয়ে
লাশকাটা ঘরে শুয়ে ভাবছ
কবে খুঁজে পাবে স্বাধীনতা (স্বাধীনতা)
হয়তো এখনও মাঝে-মাঝে তুমি ডাক শোনো
অরণ্যের হাতছানি নীল সাগরের মৃদু গুঞ্জন
ভেসে আসে বাঁধা পড়ে যায়
ইট-পাথরের ফাঁক ফোকরে তাই
গান গেয়ে ঘুম পাড়াতে
ঘুমপাড়ানি চাঁদ আকাশে
মেঘে লুকোচুরি খেলে তারাদের মায়াতালে
চোখ বুজে কান পাতো শুনতে পাবে তাহলে
রাত এখনও কত প্রাচীন কবিতা পড়ে
পৃথিবীটা আনমনে শুনে যায় চুপচাপ
ভুলে গিয়ে সন্তাপ হিসাবের অপলাপ
নিদ্রাসুখের আদলে
গান গেয়ে ঘুম পাড়াতে
ঘুমপাড়ানি চাঁদ আকাশে
মেঘে লুকোচুরি খেলে তারাদের মায়াতালে
চোখ বুজে কান পাতো শুনতে পাবে তাহলে
রাত এখনও কত প্রাচীন কবিতা পড়ে
পৃথিবীটা আনমনে শুনে যায় চুপচাপ
ভুলে গিয়ে সন্তাপ হিসাবের অপলাপ
নিদ্রাসুখের আদলে
গান গেয়ে ঘুম পাড়াতে
ঘুমপাড়ানি চাঁদ আকাশে
মেঘে লুকোচুরি খেলে তারাদের মায়াতালে
চোখ বুজে কান পাতো শুনতে পাবে তাহলে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri