Kishore Kumar Hits

Kaaktaal - Brishti Bilash - Karagar Version şarkı sözleri

Sanatçı: Kaaktaal

albüm: Kaaktaal || Karagarer Gaan (Karagar Versions)


বৃষ্টিটা শেষে নামলো
অন্ধকার বাতাসে জেগে
ভীষণ মুখটা বানালো
কিছুটা কি বুঝি রেগে?
বৃষ্টিটা শেষে নামলো
অন্ধকার বাতাসে জেগে
ভীষণ মুখটা বানালো
কিছুটা কি বুঝি রেগে?
ভাবুক এই তোমার শহরে
বোকাবাক্সেই বাঁচে Marx
অন্ধকারে তীক্ষ্ণ প্রহরে সাক্ষী বুড়ো Eucalyptus
রিক্সাতে লাল-হলুদের ছিটে
ভিজুক আরামে দেয়ালের লেখা
কিশোরীর মন ছাদে বরষায়
অনুরাগে নাচে কারো ভরসায়
নীল সামিয়ানা টঙ্গের আকাশে
রূপকথার ছেঁড়া ক্যানভাসে
বিক্ষিপ্ত মন কদম বিলাসে
ভিড়ে ক্লান্ত একাকী শরীর
খুঁজে কবিতা কোনো কবির
খাতার পাতায় জলের রেখায়
বৃষ্টি অবশেষে নামলো
বৃষ্টি অবশেষে নামলো
বৃষ্টি অবশেষে নামলো

বৃষ্টিটা শেষে নামলো
মাটির টান নিঃশ্বাসে ভিজে
ঝিরঝিরি গানটা ধরল
দু'-একটা বিজলী কেশে
ভেজা অতীতে নিঃস্ব, হায়!
মায়াবী কাঁচের জানালায়
গম্ভীর মেঘে যখন তখন
তোমার জলে চলাচল
প্রিয়বরেষু অস্থিরতায়
যোগ-বিয়োগের কিছু অভিনয়
নীল সামিয়ানা টঙ্গের আকাশে
রূপকথার ছেঁড়া ক্যানভাসে
বিক্ষিপ্ত মন কদম বিলাসে
ভিড়ে ক্লান্ত একাকী শরীর
খুঁজে কবিতা কোনো কবির
খাতার পাতায় জলের রেখায়
নীল সামিয়ানা টঙ্গের আকাশে
রূপকথার ছেঁড়া ক্যানভাসে
বিক্ষিপ্ত মন কদম বিলাসে
ভিড়ে ক্লান্ত একাকী শরীর
খুঁজে কবিতা কোনো কবির
খাতার পাতায় জলের রেখায়
বৃষ্টি অবশেষে নামলো
বৃষ্টি অবশেষে নামলো
বৃষ্টি অবশেষে নামলো
বৃষ্টি অবশেষে নামলো

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar