আলোর টুকরোগুলো ডুবে যাচ্ছে কালোর মাঝে ফিরে না দেখে ধোঁয়া ওঠা কথোপকথন আজ যেন শূন্য চায়ের কাপ পাথরের বুক চিড়ে রক্ত ঝরাবে বলে ব্যস্ত কপালের ভাঁজ এখানে-সেখানে জটলা বেঁধেছে ছদ্মবেশী আবেগ কথা দিয়ে আজ কোনো যুদ্ধ জয় হবে না চোখ বুজে আজ কোনো স্বপ্ন দেখা যাবে না ছেঁড়া-ফাটা ছকে বাঁধা দিন যাবে তো চলে যাক ইট-পাথরের এই শহরে মানুষ থাকে না, থাকে না তাদেরই গল্প তোমারই মনে একটুও যদি নাড়া দেয় বুঝবে তুমি এই শহরে তোমাকে আর কাম্য নয় কাম্য নয় ♪ ক্রোধের চিহ্নগুলো মুছে যাচ্ছে দেয়ালের বুকে বৃষ্টির জলে জ্বলে ওঠা চোখের দৃষ্টি আজ যেন শূন্যতার আঁধার পাথরের সিড়ি বেয়ে স্বর্গ খুঁজতে চেয়ে ব্যর্থ কপালের ভাঁজ এখানে-সেখানে জটলা বেঁধেছে স্বার্থান্বেষী আক্ষেপ কথা দিয়ে আজ কোনো যুদ্ধ জয় হবে না চোখ বুজে আজ কোনো স্বপ্ন দেখা যাবে না ছেঁড়া-ফাটা ছকে বাঁধা দিন যাবে তো চলে যাক ইট-পাথরের এই শহরে মানুষ থাকে না, থাকে না তাদেরই গল্প তোমারই মনে স্বপ্ন হয়ে যদি দেখা দেয় বুঝবে তুমি এই শহরটা তোমাকে আজ ভুলে যেতে চায় ভুলে যেতে চায় তাদেরই গল্প তোমারই মনে একটুও যদি নাড়া দেয় বুঝবে তুমি এই শহরে তোমাকে আর কাম্য নয় কাম্য নয় কাম্য নয় মানুষ হবার ভ্রমে সাঁতরে বেড়ায় সব পাথর ধোঁয়াশায় পারদ প্রলেপ মেখে নিজেকে আলাদা ভেবে মিশে যায়, মিশে যায় দেয়ালে দেয়ালে তাদেরই কথা তোমারই মনে স্বপ্ন হয়ে যদি দেখা দেয় বুঝবে তুমি এই শহরটা তোমাকে আজ ভুলে যেতে চায় ভুলে যেতে চায় ভুলে যেতে চায়