এই শহর, চেনা পথের ধূলো স্নেহমাখা রাতে নিয়নেরই আলো ধোয়া কালো ধোঁয়ার ছোঁয়া চোখে জ্বালা তবু বাতাস চেনা ট্রাফিক জ্যামে সময় থেমে তবু সাথে চেনা-অচেনা চেহারা মুখোশ পরা মানুষ সবাই তবু এ শহরে সবাই আপন। আমার শত মানুষের ভীড়ে হারিয়ে আমি আমায় খুঁজে পাই সেই কোলাহলে ঘোলা ধোঁয়া-জল, আমার হৃদয় ভেজায়– যে পথে হারিয়ে, অলি-গলিতে সে পথ যেন সে শহরে মিশে যদি ঘর ছাড়া কেউ, আপন ভাবো তবে এসো আমার শহরে এসো আমার শহরে এসো আমার শহরে। কত দেয়াল, কত আলো জানালায় তারে তারে জোড়া শালিক আর কাক উঁচু উঁচু দালান আমায়, ঘিরে ধরে নীল আকাশ দেখায়। হাঁটার পথে অবহেলা তাই অভিমানে তার বুক ভাঙা আজ মিছেমিছি উদাসী কথায় শহরের সব দেয়াল ভরে যাক। শত মানুষের ভীড়ে হারিয়ে আমি আমায় খুঁজে পাই সেই কোলাহলে ঘোলা ধোঁয়া-জল, আমার হৃদয় ভেজায়– যে পথে হারিয়ে, অলি-গলিতে সে পথ যেন সে শহরে মিশে যদি ঘর ছাড়া কেউ, আপন ভাবো তবে এসো আমার শহরে এসো আমার শহরে এসো আমার শহরে। এই শহর, এই আকাশ বাতাস চিরচেনা সুরে আমায় ডাকে এই শহর, শত আলোর মাঝেও অভিযোগে ঘেরা আপন আঁধার আঁধারে আমার আলো এই শহর, এই শহরই আমার শেষ ঠিকানা যত দূরে, যত দূরেই থাকি, আসব ফিরে তুমিও এসো আমার শহরে এসো আমার শহরে। যে পথে হারিয়ে, অলি-গলিতে সে পথ যেন সে শহরে মিশে যদি ঘর ছাড়া কেউ, আপন ভাবো তবে এসো আমার শহরে এসো আমার শহরে এসো আমার শহরে।