Kishore Kumar Hits

Cryptic Fate - Sreshtho şarkı sözleri

Sanatçı: Cryptic Fate

albüm: Sreshtho


মধ্যরাতে কালো অন্ধকারে
কে তোমার দরজা ধাক্কায়
ক্লান্ত বিদ্ধস্ত এক মুক্তিযোদ্ধা
সে তোমার কাছে আশ্রয় চায়
ভয় পেলে ঠিকই তবু থাকতে দিলে
তাকে তোমারই কাছে
পাক বাহিনী জানলে খবর আছে
তবু বাঁচালে যোদ্ধাকে
ভোরের রাজপথে আবছা আলোয়
যে তুমি কাগজ কুড়াও
সন্ধ্যার আধারে ভারী বোঝা ঘাড়ে
সেই তুমি কোথা ছুটে যাও
জীবন মরণের বোঝা ঘাড়ে
পারবে কি সব বাধা
তোমার নেয়া গুলি শত্রু হেনে
আনবে স্বাধীনতা
পঁচিশ বছরের হলো স্বাধীনতা
তবু কেউ বলে না তাদের কথা
অবহেলিত যাদের বুকে রাখা কষ্ট
তারাও তো সত্যি বীর তারাও শ্রেষ্ঠ
পঁচিশ বছরের হলো স্বাধীনতা
তবু কেউ বলে না তাদের কথা
হেরে গেছে যুদ্ধে
ঘরে সামর্থ্য মেয়ে তার
বাঁচাতে সংসার আর সম্মান
অগত্যা সে নামে রাজাকার
সার্টিফিকেট কিনে আসল রাজাকার
যখন সাজে মুক্তিযোদ্ধা
সে তখন থাকে দাঁড়িয়ে নত মুখে
সয় অপমান আর অশ্রদ্ধা
লাখো বাঙালির রক্তে ধোয়া
এই দেশের আঙ্গিনায়
মাত্র সাতজন শ্রেষ্ঠ কেমনে হয়
তাতো আমি বুঝিনা
কত হাজার বীর হারালো হাই
আমাদের অবহেলায়
মাতৃভূমি এই লজ্জা তুমি
বলো রাখবে কোথায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar