মধ্যরাতে কালো অন্ধকারে কে তোমার দরজা ধাক্কায় ক্লান্ত বিদ্ধস্ত এক মুক্তিযোদ্ধা সে তোমার কাছে আশ্রয় চায় ভয় পেলে ঠিকই তবু থাকতে দিলে তাকে তোমারই কাছে পাক বাহিনী জানলে খবর আছে তবু বাঁচালে যোদ্ধাকে ভোরের রাজপথে আবছা আলোয় যে তুমি কাগজ কুড়াও সন্ধ্যার আধারে ভারী বোঝা ঘাড়ে সেই তুমি কোথা ছুটে যাও জীবন মরণের বোঝা ঘাড়ে পারবে কি সব বাধা তোমার নেয়া গুলি শত্রু হেনে আনবে স্বাধীনতা পঁচিশ বছরের হলো স্বাধীনতা তবু কেউ বলে না তাদের কথা অবহেলিত যাদের বুকে রাখা কষ্ট তারাও তো সত্যি বীর তারাও শ্রেষ্ঠ পঁচিশ বছরের হলো স্বাধীনতা তবু কেউ বলে না তাদের কথা হেরে গেছে যুদ্ধে ঘরে সামর্থ্য মেয়ে তার বাঁচাতে সংসার আর সম্মান অগত্যা সে নামে রাজাকার সার্টিফিকেট কিনে আসল রাজাকার যখন সাজে মুক্তিযোদ্ধা সে তখন থাকে দাঁড়িয়ে নত মুখে সয় অপমান আর অশ্রদ্ধা লাখো বাঙালির রক্তে ধোয়া এই দেশের আঙ্গিনায় মাত্র সাতজন শ্রেষ্ঠ কেমনে হয় তাতো আমি বুঝিনা কত হাজার বীর হারালো হাই আমাদের অবহেলায় মাতৃভূমি এই লজ্জা তুমি বলো রাখবে কোথায়