বৃষ্টি ভেজা পথে গলে পরে সোডিয়ামের সোনার আলো আমার করতলে তোমার হাত মনে কি পরে সেই রাতগুলো সেই পথও আছে, আছে সেই বাতি এখনও বৃষ্টি হয় শুধু তুমি নেই আজ আমার পাশে এই পথ আর তোমার নয় সব পাখি নীড়ে ফেরে সব নদী মেশে সাগরে ঠিকানা বিহীন চলি আমি নিঃসঙ্গ এক ভবঘুরে আজো আমি ফিরে আসি কিসের টানে সব কিছু মনে রাখি কি কারণে কত কথা কথা ব্যথা আমার মনে জল হয়ে ঝরে পরে আমার গানে ব্যস্ত শহর নিঝুম দুপুর ঘাসে ছাওয়া উদ্যান কৃষ্ণচূড়ায় তুমি আমি আর পাখিদের কলতান সেই মাঠও আছে,আছে সেই গাছ পাখিরাও গায় তাদেরও গান শুধু তুমি নেই আজ আমার পাশে আছে তোমার না থাকার অভিমান সব পাখি নীড়ে ফেরে সব নদী মেশে সাগরে ঠিকানা বিহীন চলি আমি নিঃসঙ্গ এক ভবঘুরে আজো আমি ফিরে আসি কিসের টানে সব কিছু মনে রাখি কি কারণে কত কথা কথা ব্যথা আমার মনে জল হয়ে ঝরে পরে আমার গানে আজো আমি ফিরে আসি কিসের টানে সব কিছু মনে রাখি কি কারণে কত কথা কথা ব্যথা আমার মনে জল হয়ে ঝরে পরে আমার গানে আজো আমি ফিরে আসি কিসের টানে সব কিছু মনে রাখি কি কারণে কত কথা কথা ব্যথা আমার মনে জল হয়ে ঝরে পরে আমার গানে