হাজারো তারা মিলে তোমার নকশা আঁকে মহাকাশের শিল্পঘরে উপকূল জ্বেলে ওঠে লালচে-হলুদে, জোনাকিদের উৎসবে মেঘের শহর থেকে পারি দেয় রঙিন পালের উড়োজাহাজে, রাত্রির দেবতারা অবতরণ করে একবার যদি দেখিতে আমার দুচোখ দিয়ে রাত্রির আলিঙ্গনের চালে যদি একবার জড়াতে আঁধারের উষ্ণতার সাথে যদি মুখোমুখি হতে বারেবারে ফিরে আসতে এই প্রহরীর রাজত্বে হাজারো পরীদের রানীর স্পর্শে পরমের তুফান জেগে ওঠে ডাকাতিয়া সুরে দল বেঁধে পাপিয়ারা গুনগুন করে তোমায় ডাকে মেঘের শহর থেকে পারি দেয় রঙিন পালের উড়োজাহাজে, রাত্রির দেবতারা অবতরণ করে একবার যদি দেখিতে আমার দুচোখ দিয়ে রাত্রির আলিঙ্গনের চালে যদি একবার জড়াতে আঁধারের উষ্ণতার সাথে যদি মুখোমুখি হতে বারেবারে ফিরে আসতে এই প্রহরীর রাজত্বে একবার যদি দেখিতে আমার দুচোখ দিয়ে রাত্রির আলিঙ্গনের সাথে যদি একবার জড়াতে আঁধারের উষ্ণতার সাথে যদি মুখোমুখি হতে একবার যদি দেখিতে আমার দুচোখ দিয়ে বারেবারে ফিরে আসতে বারেবারে ফিরে আসতে বারেবারে ফিরে আসতে এই প্রহরীর রাজত্বে