পাঠাইলেন গো সাঁই, সর্বোত্তম সৃষ্টিকর্ম হিসেবে তবে কেন দিলেন হতে মোদের অবনতির প্রতীক বলিলেন ফির, সব দোষেরই ক্ষমা পাবো শেষে তবে কেন দূর্বল করিয়া দিলেন, সীমিত চেতনা দিয়ে দিলেন কি গো সাঁই দয়াময়? দেখিয়া, জানিয়া, বুঝিয়া মোদের এই পরিচয় কেন দিলেন এত উদ্দীপনা বদলের জন্যে? নিজ হাতে ধ্বংস করিতে দিলেন এই জগতের ভারসাম্য কেন? কেন? কাড়িয়া নিলেন গো সাঁই, একবার পুরষ্কৃত করে তবে তবে কি পাবো ফিরে, কি পাবো বলেন সেই ঐশ্বরিক স্থান? জীবন যাত্রার মতলব টা পরিষ্কার ভাষায় বলিয়া দিলেন তবে কেন দিলেন একই বাক্যের বহু ব্যাখ্যা? দিলেন কেন সেই দয়াময়? অন্ধভাবে, বিপথে হারিয়ে যেতে কেন দিলেন এতো উদ্দীপনা, বদলের জন্যে? নিজ হাতে ধ্বংস করিতে দিলেন এই জগতের ভারসাম্য কেন? কেন? (নিজ হাতে ধ্বংস করিতে দিলেন এই জগতের ভারসাম্য।) (নিজ হাতে ধ্বংস করিতে দিলেন এই জগতের ভারসাম্য।)