আমি একটা পাতার ছবি আঁকি পাতাটা গাছ হয়ে যায় মাথা ভরা সবুজ কচি পাতায় গাছটাকে ছাতা মনে হয় আমি একটা পাতার ছবি আঁকি পাতাটা গাছ হয়ে যায় মাথা ভরা সবুজ কচি পাতায় গাছটাকে ছাতা মনে হয় আরিরে আরি রাং ছুরিরে আরি ছুরি বাং এ আরিরে আরি রাং ছুরিরে আরি ছুরি বাং রে আরি ♪ আমি একটা ফুলের ছবি আঁকি ভ্রমর উড়ে আসে তায় ফুলে বসে ভ্রমর ফুলের মধু চুষে খায় আমি একটা ফুলের ছবি আঁকি ভ্রমর উড়ে আসে তায় ফুলে বসে ভ্রমর ফুলের মধু চুষে খায় আরিরে আরি রাং ছুরিরে আরি ছুরি বাং এ আরিরে আরি রাং ছুরিরে আরি ছুরি বাং রে আরি ♪ আমি ঝড় আঁকতে পারি না তবু ঝড় বয়ে যায় ঝড় আঁকতে পারি না তবু ঝড় বয়ে যায় আমার উঠানে আমার আঙিনায় ঝড় আঁকতে পারি না তবু ঝড় বয়ে যায় আমি ঝড় আঁকতে পারি না তবু ঝড় বয়ে যায় আমার উঠানে আমার আঙিনায় হতভম্ব আর্টিসম্যান কিছুই জানে না হতভম্ব আর্টিসম্যান কিছুই বোঝে না হতভম্ব আর্টিসম্যান আঁকতে পারে না আরিরে আরি রাং ছুরিরে আরি ছুরি বাং এ আরিরে আরি রাং (রে আরি, আরিরে) ছুরিরে আরি ছুরি বাং রে আরি