JOler gaan - Shua Urilo Urilo şarkı sözleri
Sanatçı:
JOler gaan
albüm: Shua Urilo Urilo
সুয়া উড়িলো, উড়িলো জীবের জীবন
সুয়া উড়িলো রে
সুয়া উড়িলো, উড়িলো জীবের জীবন
সুয়া উড়িলো রে
♪
লা-মোকামে ছিলায় সুয়া আনন্দিত মন
আরে, লা-মোকামে ছিলায় সুয়া আনন্দিত মন
আর ভবে আইসা পিঞ্জিরাতে হইলায় বন্ধন
সুয়া উড়িলো, উড়িলো জীবের জীবন
সুয়া উড়িলো রে
♪
তুমি পিঞ্জিরায় বসিয়া করলায় প্রেমের সাধন
পিঞ্জিরায় বসিয়া করলায় প্রেমের সাধন
প্রেমের সাধন, করলায় ভাবের সাধন
পিঞ্জিরায় বসিয়া করলায় প্রেমের সাধন
হায় আল্লাহ, পিঞ্জিরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন
সুয়া উড়িলো, উড়িলো জীবের জীবন
সুয়া উড়িলো রে
♪
তুমি নিজ দেশে যাইবে পাখি ফুরিলে মেয়াদ
নিজ দেশে যাইবে পাখি ফুরিলে মেয়াদ
ফুরিলে মেয়াদ, যাইবায় ফুরিলে মেয়াদ
নিজ দেশে যাইবে পাখি ফুরিলে মেয়াদ
তোমার পিঞ্জিরা রহিবে খালি হইয়া বরবাদ
সুয়া উড়িলো, উড়িলো জীবের জীবন
সুয়া উড়িলো রে
♪
শোনো শীতালং ফকিরে বলে মনে আলাপন
শীতালং ফকিরে বলে মনে আলাপন
মনে আলাপন, হায় রে, ভাবে আলাপন
শীতালং ফকিরে বলে মনে আলাপন
শোনো শীতালং ফকিরে বলে মনে আলাপন
শোনো (শীতালং ফকিরে বলে মনে আলাপন)
আরে, যাইবার কালে যাও রে পাখি দিয়া দরশন
সুয়া উড়িলো, উড়িলো জীবের জীবন
সুয়া উড়িলো রে
সুয়া উড়িলো, উড়িলো জীবের জীবন
সুয়া উড়িলো রে
সুয়া উড়িলো রে
সুয়া উড়িলো রে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri