২০ বছরের সরকারি চাকরি করে বেতন বেড়ে হলো ৩০ হাজার বাসায় এক ঝাঁক ভাই আর ভাবি আর ভাগ্নি আরেক retired father ঘুম থেকে উঠে অনেক ভোরে গবেষণা করে বিমানবিদ্যা ভাঙা VCR, microwave নিয়ে পটুয়াটুলির দ্য ভিঞ্চি শিক্ষা মহাকাশ, লক্ষ তারা কোটি গ্রহ, আত্মহারা উড়ে গেল plane পাখি হলো মলিকিউল খন্দকার ডানা মেলে যাও তুমি ছাড়া সবকিছু অন্ধকার আমাদের দেশের গর্ব, মলিকিউল বানালেন nuclear power flight ইত্যাদির interview-তে হানিফ সংকেত দেখে তার পকেট tight ব্যাটারি, মোটর, প্যারাসুটের কাপড়, বাঁশ আর তার দিয়ে দুইটি পাখা পাড়ার লোকেরা বলে, "ইকারোসের স্বপ্ন দেখো? নিজেকে দিও না দুঃখ" মলিকিউল শুনে না কারোর কথা নয়টা-ছয়টা কাজ শেষে চলে যায় ল্যাবরেটরীতে আকাশকে সে হার মানাবে পৃথিবীকে ছেড়ে চলে উড়ে গেল plane পাখি হলো মলিকিউল খন্দকার ডানা মেলে যাও তুমি ছাড়া সবকিছু অন্ধকার ছয় তলা পর্যন্ত লিফট উঠে তারপর শেষ তালাটা সিঁড়ি বেয়ে পূর্ব দিগন্তে সূর্য উঠে গেল মলিকিউল ঝাঁপ দিলো মহাশূন্যে এক ঝাঁপে এত দূরে চলে আসলাম! চাঁদ আমার পিছনে আমি কি মঙ্গল গ্রহতে আছি নাকি? আমি দেখছি আমার হারানো প্রেম নাস্তিয়া, তুমি এখানে কী করছো? এবং আমার সামনে এটা কে? গুরু আজম খান! পপ সম্রাট, আমি আপনাকে ভালোবাসি! মলিকিউল আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম আসো, আমার ডান পাশে বসো উড়ে গেল plane পাখি হলো মলিকিউল খন্দকার ডানা মেলে যাও তুমি ছাড়া সবকিছু অন্ধকার উড়ে গেল plane পাখি হলো মলিকিউল খন্দকার ডানা মেলে যাও তুমি ছাড়া সবকিছু অন্ধকার পাহাড়-পর্বতের ঘুম ভাঙ্গা স্বপ্ন (উড়ে গেল plane) তার নাম মলিকিউল খন্দকার (পাখি হলো মলিকিউল খন্দকার) মেঘ ছিঁড়ে রোদ বলে আশাবাদী গল্প (ডানা মেলে যাও) ছিঁড়ে ফেলে রাতের অন্ধকার (তুমি ছাড়া সবকিছু অন্ধকার) যাও পাখি উড়ে যাও (উড়ে গেল plane) নবজীবনের যত ভালোবাসা আর তত অহংকার (পাখি হলো মলিকিউল খন্দকার) ডাস্টবিন থেকে এক ঝাঁপ দিয়ে (ডানা মেলে যাও) কতগুলো পৃথিবী করলে আবিষ্কার? (তুমি ছাড়া সবকিছু অন্ধকার) উড়ে গেল plane (আবিষ্কার) পাখি হলো মলিকিউল খন্দকার (আবিষ্কার) ডানা মেলে যাও (আবিষ্কার) তুমি ছাড়া সবকিছু অন্ধকার (আবিষ্কার) উড়ে গেল plane (আবিষ্কার) পাখি হলো মলিকিউল খন্দকার (আবিষ্কার) ডানা মেলে যাও (আবিষ্কার) তুমি ছাড়া সবকিছু অন্ধকার (আবিষ্কার) উড়ে গেল plane পাখি হলো মলিকিউল খন্দকার (খন্দকার) ডানা মেলে যাও তুমি ছাড়া সবকিছু অন্ধকার উড়ে গেল plane পাখি হলো মলিকিউল খন্দকার ডানা মেলে যাও (উড়ে গেল plane) তুমি ছাড়া সবকিছু অন্ধকার (মলিকিউল)