কবে যাবো ফিরে? (কবে যাবো ফিরে?)
কবে যাবো ফিরে? (কবে যাবো ফিরে?)
কবে যাবো ফিরে?
বুড়িগঙ্গা তীরে, আমার শীতলক্ষ্যা তীরে
সাঁতার কেটে করবো গোসল ঘোলা ঘোলা নীরে
কবে যাবো ফিরে? (কবে যাবো ফিরে?)
কবে যাবো ফিরে? (কবে যাবো ফিরে?)
বাউন্ডুলে হয়ে ঘুরতাম চকের থেকে বাড্ডা
সংসদ মাঠ আর রমনা পার্কে দিতাম কত আড্ডা!
বাউন্ডুলে হয়ে ঘুরতাম চকের থেকে বাড্ডা
সংসদ মাঠ আর রমনা পার্কে দিতাম কত আড্ডা!
ফুচকা, পেঁয়াজু, ডালপুরি
পোওয়া, মোয়া, হায় ঝালমুড়ি
আজও জিভে জল আসে যে সেসব স্মৃতি ঘিরে
কবে যাবো ফিরে? (কবে যাবো ফিরে?)
কবে যাবো ফিরে? (কবে যাবো ফিরে?)
এখনও তো রোজ সকালে লাল সুরুজটা ওঠে
আমরা নাই তবুও সাঁঝে হাসনাহেনা ফোটে
এখনও তো রোজ সকালে লাল সুরুজটা ওঠে
আমরা নাই তবুও সাঁঝে হাসনাহেনা ফোটে
তোমরা সবাই সূর্য দেখো, জুই-কামিনীর গন্ধ শুঁকো
তোমরা সবাই সূর্য দেখো, জুই-কামিনীর গন্ধ শুঁকো
মায়ের শুধু চোখের কোণটা ভিজে উঠে ধীরে
কবে যাবো ফিরে? (কবে যাবো ফিরে?)
কবে যাবো ফিরে? (কবে যাবো ফিরে?)
আমার বাংলাদেশের মাটি আমি ভালোবাসি
এই মাটির মানুষের মুখে পরান খোলা হাসি
আমার বাংলাদেশের মাটি আমি ভালোবাসি
এই মাটির মানুষের মুখে পরান খোলা হাসি
দিন কাটে তার অনেক দুখে, তবু জড়াইয়া বুকে
দিন কাটে তার অনেক দুখে, তবু জড়াইয়া বুকে, বলে
পরান খুলে গাও দেখি ভাই, শুনবো ধীরে ধীরে
কবে যাবো ফিরে? (কবে যাবো ফিরে?)
কবে যাবো ফিরে? (কবে যাবো ফিরে?)
কবে যাবো ফিরে?
বুড়িগঙ্গা তীরে, আমার শীতলক্ষ্যা তীরে
সাঁতার কেটে করবো গোসল ঘোলা ঘোলা নীরে
কবে যাবো ফিরে? (কবে যাবো ফিরে?)
কবে যাবো ফিরে? (কবে যাবো ফিরে?)
কবে যাবো ফিরে? (কবে যাবো ফিরে?)
কবে যাবো ফিরে? (কবে যাবো ফিরে?)
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri