আমার চেতনার যত উদ্ধৃতি
চেনা স্বত্বার কত আকৃতি
সবই আবছা আলেয়ার
অজানা ভাষার আলোর মায়া।
চেনা পৃথিবীর ম্লান আলোতে
দেখা স্বপ্নের ছাপ খুঁজি
নীলিমায় হারিয়ে যাই
ব্যর্থতার গ্লানির অট্টহাসি।
♪
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা,
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া।
অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনা
আপন চিন্তার রহস্যময় আয়নাতে।
♪
চির চেনা যে আমার এ জগত
দাঁড়িয়ে বলে পরিহাসে
আমাকে জানা না-জানার ভুল প্রয়াসে
হারাবে মহাকালে।
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা,
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া।
♪
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা,
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া।
অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনায়।
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri