Vibe - Chena Jogot şarkı sözleri
Sanatçı:
Vibe
albüm: Chena Jogot
আমার চেতনার যত উদ্ধৃতি
চেনা স্বত্বার কত আকৃতি
সবই আবছা আলেয়ার
অজানা ভাষার আলোর মায়া।
চেনা পৃথিবীর ম্লান আলোতে
দেখা স্বপ্নের ছাপ খুঁজি
নীলিমায় হারিয়ে যাই
ব্যর্থতার গ্লানির অট্টহাসি।
♪
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা,
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া।
অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনা
আপন চিন্তার রহস্যময় আয়নাতে।
♪
চির চেনা যে আমার এ জগত
দাঁড়িয়ে বলে পরিহাসে
আমাকে জানা না-জানার ভুল প্রয়াসে
হারাবে মহাকালে।
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা,
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া।
♪
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা,
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া।
অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনায়।
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri