কথা হয়েছিলো দু'জনায় সন্ধ্যাবেলায় আসবে বলে কেন এলে না? কথা হয়েছিলো দু'জনায় সন্ধ্যাবেলায় আসবে বলে কেন এলে না? কত যে কথা বলার ছিল তোমায় কথা হয়েছিলো দু'জনায় সন্ধ্যাবেলায় আসবে বলে কেন এলে না? ♪ পথ চেয়ে থাকি, ভাবি তুমি বুঝি এলে মনে আশা আলো এখনো রেখেছি জ্বেলে ক্ষতি কী ছিলো বলো না কথা রাখায় কথা হয়েছিলো দু'জনায় সন্ধ্যাবেলায় আসবে বলে কেন এলে না? ♪ প্রাণে ছিলো আশা, গানে ছিলো ভাষা সুরে সুরে জানাতো মন আজ ভালোবাসা কেন, কী কারণে রাখলে না তুমি কথা? কেন অকারণে তাই মনে দিলে ব্যথা? জানি না তুমি ভুলে কি গেলে আমায় কথা হয়েছিলো দু'জনায় সন্ধ্যাবেলায় আসবে বলে কেন এলে না? কত যে কথা বলার ছিল তোমায় কথা হয়েছিলো দু'জনায় সন্ধ্যাবেলায় আসবে বলে কেন এলে না?