দিরিলিজ আর্তুগ্রুল টাইটেল সং বাংলা ডাবিং লিরিক্স অনুবাদঃ মোঃ আশরাফুল ইসলাম প্রকাশনায়ঃ OS PRINCE MEDIA আর্থিক সহযোগিতায়ঃ Dirilis Ertugrul Bangla Dubbed Apps হাইদির আল্লাহ, হাকতির আল্লাহ এক আল্লাহ কে ডরনেওয়ালা কলিমা নবীজীর পড়নেওয়ালে হে... দ্বীন মোহাম্মাদের রাখওয়ালা শাম্মে নবুওয়াত রাখনেওালা হে... শিরায় শিরায় ঈমান রেখে পাঁজরে কোর-আন রেখে খোদার সামনে জোকনেওয়ালা হে... পথ আমাদের সঠিক রেখে সত্য ইতিহাস সাক্ষ্যি রেখে জুলুমের বিরুদ্ধে লড়নেওয়ালা হে... হাইদির আল্লাহ, হাকতির আল্লাহ সাহসকে হাতিয়ার বানিয়ে সত্যের পতাকা আমরা উঠাবো রে... আমরা সর্বক্ষন প্রস্তত থাকব আমরা কখনও থামব না আর রে... ছড়িয়ে দাও ইসলামের শান্তি দেখিয়ে দাও লোকের ভুল-ভ্রান্তি দুনিয়া মুল সত্যটা জানবে রে... গাজী হও বা হও সব শহীদ দাও সবাইকে ইসলামের ইংগিত আল্লাহ আমাদের এটাই চাইছেন রে... হাইদির আল্লাহ, হাকতির আল্লাহ হাইদির আল্লাহ, হাকতির আল্লাহ