Kishore Kumar Hits

Vijay Benedict - Chupi Chupi Kache Aesho şarkı sözleri

Sanatçı: Vijay Benedict

albüm: Adhunik Bangla Gaan - Alka Yagnik and Vijay Benedict


চুপিচুপি (চুপিচুপি)
কাছে এসো (কাছে এসো)
হাতখানি (হাতখানি)
হাতে রাখো (হাতে রাখো)
আমায় আপন করো
আমায় আপন করো
তুমি যে আমারই, আমি যে তোমারই
ওগো প্রিয়
চুপিচুপি (চুপিচুপি)
কাছে এসো (কাছে এসো)
হাতখানি (হাতখানি)
হাতে রাখো (হাতে রাখো)
আমায় আপন করো
আমায় আপন করো
তুমি যে আমারই, আমি যে তোমারই
ওগো প্রিয়

চুপিচুপি (চুপিচুপি)

এলোচুল কবরীতে বেঁধেছি
যত্ন করে আজ সেজেছি
এলোচুল কবরীতে বেঁধেছি
যত্ন করে আজ সেজেছি
আসবে জানি, ঠিক পেয়েছি খবর
দখিনা হাওয়ায়

চুপিচুপি (চুপিচুপি)

মধুমাস এসে চলে যায় যে
এই মন তোমাকেই চায় যে
মধুমাস এসে চলে যায় যে
এই মন তোমাকেই চায় যে
আকাশের চাঁদ হাসে দুষ্টু হাসি
ডাকে ইশারায়

চুপিচুপি (চুপিচুপি)

ভালোবাসি, তাই কাছে ডাকি গো
আশা নিয়ে পথ চেয়ে থাকি গো
ভালোবাসি, তাই কাছে ডাকি গো
আশা নিয়ে পথ চেয়ে থাকি গো
যেখানে নেই কেউ, চলো সেখানে
শুধু দু'জনায়

চুপিচুপি (চুপিচুপি)
কাছে এসো (কাছে এসো)
হাতখানি (হাতখানি)
হাতে রাখো (হাতে রাখো)
আমায় আপন করো
আমায় আপন করো
তুমি যে আমারই, আমি যে তোমারই
ওগো প্রিয়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar