Kishore Kumar Hits

Vijay Benedict - Mukhe Bolleye Prem Hoyena şarkı sözleri

Sanatçı: Vijay Benedict

albüm: Adhunik Bangla Gaan - Alka Yagnik and Vijay Benedict


মুখে বললেই প্রেম হয় না
মন না দিলে মন পাওয়া যায় না
মুখে বললেই প্রেম হয় না
মন না দিলে মন পাওয়া যায় না
মরীচিকা যদিওবা
মরীচিকা যদিওবা খুঁজে পাওয়া যায়
মনে খনি খোঁজা যায় না
মুখে বললেই প্রেম হয় না
মন না দিলে মন পাওয়া যায় না
চোখে রেখে চোখ ভুলিয়ে আমার
মনটা নিলে তুমি কেড়ে
চাও কি এখন অনেক দূরে
চলে যেতে আমায় ছেড়ে?
চোখে রেখে চোখ ভুলিয়ে আমার
মনটা নিলে তুমি কেড়ে
চাও কি এখন অনেক দূরে
চলে যেতে আমায় ছেড়ে?
না, না গো, না
আমায় কাঁদিয়ে তুমি চলে যেও না
মুখে বললেই প্রেম হয় না
মন না দিলে মন পাওয়া যায় না
শুরুটা তো বেশ ভালোই ছিল
শেষটায় বা কেন হবে না?
ভুলেও যদি যাও গো আমায়
তোমায় ভোলা আর যাবে না
শুরুটা তো বেশ ভালোই ছিল
শেষটায় বা কেন হবে না?
ভুলেও যদি যাও গো আমায়
তোমায় ভোলা আর যাবে না
না, না গো, না
ও মুখ তোমার আর ভোলা যাবে না
মুখে বললেই প্রেম হয় না
মন না দিলে মন পাওয়া যায় না
মরীচিকা যদিওবা
মরীচিকা যদিওবা খুঁজে পাওয়া যায়
মনে খনি খোঁজা যায় না
মুখে বললেই প্রেম হয় না
মন না দিলে মন পাওয়া যায় না

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar