মুখে বললেই প্রেম হয় না মন না দিলে মন পাওয়া যায় না মুখে বললেই প্রেম হয় না মন না দিলে মন পাওয়া যায় না মরীচিকা যদিওবা মরীচিকা যদিওবা খুঁজে পাওয়া যায় মনে খনি খোঁজা যায় না মুখে বললেই প্রেম হয় না মন না দিলে মন পাওয়া যায় না চোখে রেখে চোখ ভুলিয়ে আমার মনটা নিলে তুমি কেড়ে চাও কি এখন অনেক দূরে চলে যেতে আমায় ছেড়ে? চোখে রেখে চোখ ভুলিয়ে আমার মনটা নিলে তুমি কেড়ে চাও কি এখন অনেক দূরে চলে যেতে আমায় ছেড়ে? না, না গো, না আমায় কাঁদিয়ে তুমি চলে যেও না মুখে বললেই প্রেম হয় না মন না দিলে মন পাওয়া যায় না শুরুটা তো বেশ ভালোই ছিল শেষটায় বা কেন হবে না? ভুলেও যদি যাও গো আমায় তোমায় ভোলা আর যাবে না শুরুটা তো বেশ ভালোই ছিল শেষটায় বা কেন হবে না? ভুলেও যদি যাও গো আমায় তোমায় ভোলা আর যাবে না না, না গো, না ও মুখ তোমার আর ভোলা যাবে না মুখে বললেই প্রেম হয় না মন না দিলে মন পাওয়া যায় না মরীচিকা যদিওবা মরীচিকা যদিওবা খুঁজে পাওয়া যায় মনে খনি খোঁজা যায় না মুখে বললেই প্রেম হয় না মন না দিলে মন পাওয়া যায় না