তোমার মাঝে নামবো আমি তোমার বেতর ডুব তোমার মাঝে কাটবো সাতার আসবো আমি খুব তোমার-ই মাঝে জীবন যাপন সপ্ন দেখা সপ্ন ভাঙ্গা সারা নীশি ভিজবো দূজন চাঁদের ঝরা জলে সারা নীশি ভিজবো দূজন চাঁদের ঝরা জলে সবুজ সুখে করবো কুঞ্জন নীলাকাশের তলে পাজর দিয়ে আগলে রবো তো আ মায় সারা জীবন সূ্র্য ছোবে রাতের আদর জলে নরম আলো সূর্য ছোবে রাতের আদোর জলে নরম আলো নামবো তোমার চোখের ভিতর বসবো অনেক ভালো মনের সবুজ সুতো দিয়ে বুন অনেক সপ্ন তোমার মাঝে নামবো আমি তোমার ভেতর ডুব তোমার মাঝে কাটবো সাতার আসবো আমি খুব তোমার মাঝে জীবন যাপন স্বপ্ন দেখা স্বপ্ন ভাঙ্গা