খামখেয়ালি চিন্তারা
তোর নেশাতে দেয় সাড়া
বেহিসাবি মন মেজাজে
তোর খেয়ালে পথ হারাই
একমুঠো আবিরের লালে
হৃদয়ের লুটতরাজ
উড়তে চায় তোকে পেলে সে
আদরেরই পক্ষীরাজ
রাঙা পলাশে যদি ডাক আসে
তোর আকাশে ভেসে যাই
আলো-আঁধারে, নীল পাহাড়ে
পাতাবাহারে তোকে চাই, তোকে চাই
♪
এক পলকে সব হারিয়ে যাবে
তোর নোলোকে চোখ জুড়িয়ে যাবে
অন্য মনে ওড়না উড়ে যাবে তোর
স্কুল পালানো গল্পগুলো তোরই
খুনসুটিতে হাসবে ইচ্ছেতরী
কোলকাতাতে নামবে জাদুকরী ভোর
একফালি রোদ্দুরের রঙে
আহ্লাদের কারুকাজ
আসমানী পশমের সুতো
দু'চোখ মেলেছে স্বপ্নে আজ
এলোমেলো দিন, ঠিকানাহীন
তোর গন্ধে লীন হয়ে যাই
আলো-আঁধারে, নীল পাহাড়ে
পাতাবাহারে তোকে চাই, তোকে চাই
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri