ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কলকাতায়
হ্যালোজেন বৃষ্টিকে রঙ লিখে ঘর পাঠায়
ভিখিরিরা স্বপ্ন পায়
তুষারের রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়
ধুয়ে যায় আদরের পথঘাট
ভেসে যায় আরামের অঞ্চল
রেলিং এর ঘুমঘোরে টুপ করে কাঁদলো জল
ডানা ভাঙা একলা কাক
পথ ঘেঁষে থাক একলাটি থাক
এ জন্মের রেলগাড়িরা যায়
জলপরী হাত ধুলো হাওয়ায়
হাওয়াকে সে আঁকে তার ডানায়
এই নরম চুল, ধূলোর ফুল
যায় ভেসে যায়
ভেসে যায় আদরের নৌকো
ভেসে যায় সোহাগের সাম্পান
সিগারেট টুকরোরা মুখচোরা, শিখছে স্নান
নুড়ি ঘেরা বালির স্তূপ
জোনাকির রূপ বুকে নিয়ে চুপ
এ জন্মের রেলগাড়িরা যায়
জলপরী হাত ধুলো হাওয়ায়
হাওয়াকে সে আঁকে তার ডানায়
এই নরম চুল, ধূলোর ফুল
যায় ভেসে যায়
ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কলকাতায়
হ্যালোজেন বৃষ্টিকে রঙ লিখে ঘর পাঠায়
ভিখিরিরা স্বপ্ন পায়
তুষারের রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri