Kishore Kumar Hits

Chandrabindoo - Taai Tomar Ananda şarkı sözleri

Sanatçı: Chandrabindoo

albüm: Hulabila


তাই তোমার আনন্দ আমার পর
পাঁচমাথা মোড়ে দিলে দাদ-হাজা মলমের গান
দুপুরবেলায় দিলে শ্যাওলা-ভর্তি কলঘর
গোধূলির আলো চুষে খুলে গেল রোদের দোকান

তুমি তাই এসেছো নিচে
ঘুরিছ আমার পিছে পিছে
পশ্চাতে রেখেছ যারে
আজ পশ্চাতে লাগিছে
নিজের ভিতরে নিজে খাড়া থাকি ঘামে ভিজে
উঁকি মারে চিলেকোঠা ঘর
গুরু তাই তোমার এত, তাই তোমার এত
তাই তোমার এত আনন্দ আমার পর

পকেটে খুচরো চেপে দৌড়ে পার হয়েছ পথ
বাস চলে যায় তবু তুমি থাকো মেয়েটিকে দেখে
২৫শে নাগরদোলা সাদা সে বিফল মনোরথ
চাকা বসে যায় আর তীর মারে অলিগলি থেকে

কেঁপে উঠি আনকোরা শীতে
Bathroom পায় রাতে ভীতে
এত দিলে দত্যি ও দানব
খড়মটি ভুলে গেছ দিতে
মশারির কিছু নিচে ইচ্ছা তরঙ্গেছে
নেপথ্যে নেড়ি রাখা ফল
গুরু তাই তোমার এত, তাই তোমার এত
তাই তোমার এত আনন্দ আমার পর

কখনো পানীয় আর কখনো শাস্ত্র হলো কোক
স্থানীয় পাগলী পেলো এই season-এও কোলজোড়া
তাগাবগা ঠ্যাং তুলে ঝেড়ে দিলো তৎসম শ্লোক
সকালের ফুসকুড়ি সন্ধ্যের স্ত'কে হলো ফোঁড়া

চুপচাপ চিঠি ছিল বাতি novel-এর খোঁড়া খাঁজে
খুচখাচ কেঁদে গেল coaching-এর গলি বোঝে চিল
টুপটাপ ঝরে গেলো ভাঁজ করা বিরহ সমাজে
সাধে কি কথায় বলে, "লোভে পাপ, পাপে Jill Saint"

আমায় নিয়ে মেলো মেলা
সস্তায় comedy-'র খেলা
Sexy spot-এর মতো সেটি
হৃৎপিণ্ডের মতো ডেলা
যথাযথ autopill ন্যাতাকানি খুলে ফেলে
তোমারে রাখিবো sponsor
গুরু তাই তোমার এত, তাই তোমার এত
তাই তোমার এত আনন্দ আমার পর

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar