Kishore Kumar Hits

Sahana Bajpaie - Kichudin Mone Mone - Live in London şarkı sözleri

Sanatçı: Sahana Bajpaie

albüm: Kichudin Mone Mone (Live in London)


কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে
ইশারায় কইবি কথা গোঠে-মাঠে
দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে
ইশারায় কইবি কথা গোঠে-মাঠে
দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে

শ্যামকে যখন পড়বে মনে
ওরে, চাইবি কালো মেঘের পানে
শ্যামকে যখন পড়বে মনে
ওরে, চাইবি কালো মেঘের পানে
রান্নাশালে কাঁদবি বসে
ভিজে কাঠ দিয়ে উনানে
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে

সায়রে নাইতে যাবি
বলি, জলকে পরশ করবি কেনে?
শ্যাম-সায়রে নাইতে যাবি
ও বলি, জলকে পরশ করবি কেনে?
সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
গায়ের বসন ভিজবে কেনে?
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে

উত্তর যাবি সতর হবি
বলবি আমি যাই দক্ষিণে
উত্তর যাবি সতর হবি
আরে, বলবি আমি যাই দক্ষিণে
রসিক জানে রসের মরম
অ-রসিকে বুঝবে কেনে?
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে
ইশারায় কইবি কথা গোঠে-মাঠে
ইশারায় কইবি কথা গোঠে-মাঠে
দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar