Kishore Kumar Hits

Sahana Bajpaie - Amar Nishitho Rater Badol Dhara şarkı sözleri

Sanatçı: Sahana Bajpaie

albüm: Notun Kore Pabo Bole


আমার নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
ওগো অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন
অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন
আমি চাই নে, আমি চাই নে
আমি চাই নে তপন, চাই নে তারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
যখন সবাই মগন ঘুমের ঘোরে
নিয়ো গো, নিয়ো গো
আমার ঘুম নিয়ো গো হরণ করে
সবাই মগন ঘুমের ঘোরে
নিয়ো গো, নিয়ো গো
আমার ঘুম নিয়ো গো হরণ করে
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
দিয়ো গো, দিয়ো গো
আমার চোখের জলে দিয়ো সাড়া
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar