কার ছায়া ঘুমের সমস্ত পালক কার হাতে একা নিথর টেলিফোন কারো অনেক দূরে দূরে যাওয়ার নেশা কেউ হঠাৎ বেবাক দিশেহারা মন কার ছায়া ঘুমের সমস্ত পালক কেউ কেঁদে ফেলে হঠাৎ শান্তি পেলে আর ভুলে যায় আজন্ম দহন কেউ হঠাৎ এসে ছায়ায় রাখলে ছায়া সব কথা ফুরোয় দিশেহারা মন ওরা মায়া জানে, কেয়া ফুলের আলো কেবল গন্ধ জমায় শান্ত ঘরের কোণে আমি অনেক ঝড় পেরিয়ে এসে শিখি আমার হৃদয় হারায় তোমার ব্যাকুল মনে কার ছায়া ঘুমের সমস্ত পালক ♪ তোমার ছায়া ঘুমের কাছে ফিরে আসি তোমার দু'চোখ জুড়ে মায়ার পলক আঁকা তোমার জন্য সারা দুপুর ঘরের মেঝে আঁকছিলো নীল শিকড় আঁকাবাঁকা ওরা মায়া জানে, কেয়া ফুলের আলো কেবল গন্ধ জমায় শান্ত ঘরের কোণে আমি অনেক ঝড় পেরিয়ে এসে শিখি আমার হৃদয় হারায় তোমার ব্যাকুল মনে কার ছায়া ঘুমের সমস্ত পালক কার হাতে একা নিথর টেলিফোন কারো অনেক দূরে দূরে যাওয়ার নেশা কেউ হঠাৎ বেবাক দিশেহারা মন কার ছায়া ঘুমের সমস্ত পালক