Kishore Kumar Hits

Sahana Bajpaie - Arshinagar şarkı sözleri

Sanatçı: Sahana Bajpaie

albüm: Mon Bandhibi Kemone


একদিনও না দেখিলাম তারে
বাড়ির কাছে আরশিনগর
সেথা পড়শি বসত করে
একঘর পড়শি বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে
গিরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা, নাই তরণী পাড়ে
বাঞ্ছা করি দেখবো তারে
বাঞ্ছা করি দেখবো তারে
কেমনে সেথা যাই রে
আমি কেমনে সেথায় যাই রে
আমি একদিনও না দেখিলাম তারে
বাড়ির কাছে আরশিনগর
সেথা পড়শি বসত করে
একঘর পড়শি বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে
কী বলবো পড়শির কথা
হস্ত-পদ, স্কন্ধ-মাথা নাই রে
ক্ষণেক থাকে শূন্যের উপর
ক্ষণেক থাকে শূন্যের উপর
ক্ষণেক ভাসে নীরে
ও সে ক্ষণেক ভাসে নীরে
আমি একদিনও না দেখিলাম তারে
পড়শি যদি আমায় ছুঁতো
যম-যাতনা সকল যেতো দূরে
পড়শি যদি আমায় ছুঁতো
যম-যাতনা সকল যেতো দূরে
সে আর লালন একখানে রয়
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাঁক রে
সেথা লক্ষ যোজন ফাঁক রে
আমি একদিনও না দেখিলাম তারে
বাড়ির কাছে আরশিনগর
সেথা পড়শি বসত করে
একঘর পড়শি বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar