সন্ধ্যে তুমি বলতে পারো আমায় কী রং তোমার বোতামছেঁড়া জামায় সন্ধ্যে তুমি বলতে পারো আমায় কী রং তোমার বোতামছেঁড়া জামায় অন্ধ হয়ে বন্ধ কিছু মানুষ অন্ধ হয়ে বন্ধ কিছু মানুষ আটকে আছে হিসেব ভরা ঠোঙায় আটকে আছে হিসেব ভরা ঠোঙায় সন্ধ্যে তুমি বলতে পারো আমায় কী রং তোমার বোতামছেঁড়া জামায় ♪ কাঁচের দেওয়াল, ভীষণ কাছে শহর ছোঁয়ার বেলায় দু'হাত ভরে কাজে কাঁচের দেওয়াল, ভীষণ কাছে শহর ছোঁয়ার বেলায় দু'হাত ভরে কাজে কোথায় যেন লুকিয়ে আছে জীবন মন খারাপের গোলাপি montage-এ সন্ধ্যে তুমি বলতে পারো আমায় কী রং তোমার বোতামছেঁড়া জামায় ♪ এপার থেকে ওপার হাঁটে আলো মনের কথা কেবল অপচয় এপার থেকে ওপার হাঁটে আলো মনের কথা কেবল অপচয় এ চোখ থেকে ও চোখ বাঁধা সেতু পাথর বেঁধে দাঁড়িয়ে আছে সময় সন্ধ্যে তুমি বলতে পারো আমায় শূন্য খাতা এত্ত কেন ভাবায়? বন্ধ হয়ে অন্ধ কিছু মানুষ বন্ধ হয়ে অন্ধ কিছু মানুষ আটকে থাকা কাদের যে ঠিক মানায় আটকে থাকা কাদের যে ঠিক মানায় আটকে থাকা কাদের যে ঠিক মানায়