Kishore Kumar Hits

Sahana Bajpaie - Jibon Jakhon Chhilo Phuler Mato (From "Ardhangini") şarkı sözleri

Sanatçı: Sahana Bajpaie

albüm: Jibon Jakhon Chhilo Phuler Mato (From "Ardhangini")


জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত
জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত
জীবন যখন ছিল ফুলের মতো

বসন্তে সে হত যখন দাতা
ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা
বসন্তে সে হত যখন দাতা
ঝরিয়ে দিত দু-চারটি তার পাতা
তবুও যে তার বাকি রইত কত
জীবন যখন ছিল ফুলের মতো

আজ বুঝি তার ফল ধরেছে, তাই
হাতে তাহার অধিক কিছু নাই
আজ বুঝি তার ফল ধরেছে, তাই
হাতে তাহার অধিক কিছু নাই
হেমন্তে তার সময় হল এবে
পূর্ণ করে আপনাকে সে দেবে
হেমন্তে তার সময় হল এবে
পূর্ণ করে আপনাকে সে দেবে
রসের ভারে তাই সে অবনত
জীবন যখন ছিল ফুলের মতো
পাপড়ি তাহার ছিল শত শত
জীবন যখন ছিল ফুলের মতো

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar