Anupam Roy - Mon Naamer Manush_(From"Bheetu") şarkı sözleri
Sanatçı:
Anupam Roy
albüm: Anupam Roy Hits
বহু বছর পরে, সেই মানুষ ফেরে ঘরে
প্রশ্ন আসে, "কোথায় ছিলে?" জানায় সে উত্তরে
"ঘুমের ঘরে ছিলাম, রাতের ঘরে ছিলাম
প্রাণের কালো ছবির মতো একলা নিঝুম ঘোরে"
বহু বছর পরে সেই মানুষ ফেরে ঘরে
♪
সবাই খুব খুশি, যেন শিশুর মুখে হাসি
সূর্যের ফুল ফোটে, সবাই গেয়ে ওঠে
মন নামের মানুষটা রে
এবার তোর ফিরবে ঘরে
খুলে দে তোর জানলা দরজাগুলো
পারিস যদি ভেঙে দে তোর
ছাদের ছাউনি, দেওয়াল ধূসর
মেঝে ভাসুক সূর্য-নদী-আলো
আটকে রাখিস না আর তাকে
খাঁচার ফ্রেমে পেরেক ঠুকে
বাড়িটা আবার নাইবা হলো জমকালো
সরল-বক্র কাটাকুটি, ত্রিভুজ-বৃত্ত অঙ্ক ছুটি
ইস্কুল আজ বন্ধ, বৃষ্টি এলো
মন নামের মানুষটা রে
এবার তোর ফিরবে ঘরে
খুলে দে তোর জানলা দরজাগুলো
পারিস যদি ভেঙে দে তোর
ছাদের ছাউনি, দেওয়াল ধূসর
মেঝে ভাসুক সূর্য-নদী-আলো
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri