মোমবাতিটা সারা রাত জ্বলে আলো উপচে পড়ে যেতে চাই ঘড়ি গুলো মিথ্যে কথা বলে দু সময় টা সারাবো কোথায়? মোমবাতিটা সারা রাত জ্বলে আলো উপচে পড়ে যেতে চাই ঘড়ি গুলো মিথ্যে কথা বলে দু-সময়টা সারাবো কোথায়? জানলা খোলা পরদা উরছে অল্প জ্বলছে নিবছে একার শহর অন্য নামে অন্য কারো গল্প গুমরে থাকে মনের ভেতর নেই বলেই কি পিছু টানে স্বপ্ন গুলো খুজছে মানে কেই বা কাকে ফিরে পেতে চায় দূরে চলে যায় আরও একটা দিন ঘুরে চলে যায় ♪ ভাল না থাকার ভালো ছুটো মুখ দেখিয়ে মুখ লুকনো ফের অভিমানে পাশ ফিরে কে শুতো ঘুম আশে না একলা বালিশে হাত পকেটই রাজ পেরিয়ে হাতি দিন পেরিয়ে আসছে একতা দিন মিথ্যে কতো কথা কাটা কাটি নিরবতা কাটানো কঠিন নেই বলেই কি এতো কিছু ইচ্ছে গুলো নিচ্ছে পিছু কেই বা কাকে ছেড়ে যেতে চাই দূরে চলে যায় আরও একটা দিন ঘুরে চলে যায় দূরে চলে যায় আরও একটা দিন ঘুরে চলে যায় দূরে চলে যায় আরও একটা দিন ঘুরে চলে যায়