Kishore Kumar Hits

Anupam Roy - Seshbar Dubte Dubte_(From"Promotion") şarkı sözleri

Sanatçı: Anupam Roy

albüm: Anupam Roy Hits


শেষবার ডুবতে ডুবতে
গভীর চোরাবালি
আমিও হাত বাড়িয়েছিলাম
তুমিও কাছে ছিলে
তবু ধরোনি হাত
শেষবার ডুবতে ডুবতে
গভীর চোরাবালি
আমিও হাত বাড়িয়েছিলাম
তুমিও কাছে ছিলে
তবু ধরোনি এই হাত
শেষবার ডুবতে ডুবতে

মনের গভীরে চোরাবালির বাসা
তল না খুঁজে পেয়ে ক্লান্ত ভালোবাসা
শরীরী symphony cacophony হয়
রাতের বাসি প্রেম বালিশে গুমরায়
এ সময় আর কোনো কবিতা নয়
রুপোলি রঙ দেখে পতিতা ভুলে যায়
রাত্রি নামলে করো চুরি করা পা
গুঁড়ো গুঁড়ো হয়ে যায়
সেই পাপ বুকে বয়ে
আরো গভীরে যেতে
আমি ডুবুরি হয়ে যাই
শেষবার ডুবতে ডুবতে

কতটা উঠলে কতটা নামা হয়
সিঁড়ি ভাঙা এক অঙ্ক কষা হয়
সাপের মুখে তুমি-আমি, সব্বাই
বিষে বিষে নীল অমৃত খুঁজে যাই
রাতের ট্রামলাইন, একঘেয়ে চলা
দশ by দশ ঘরে অভিনয়ের খেলা
পড়ে থাকা অর্কিড, কাঁচ ভাঙা photo frame
সংজ্ঞা বদলেছে প্রেম
সেই প্রেম বুকে নিয়ে আরো গভীরে গিয়ে
আমি ডুবুরি হতে চাই
শেষবার ডুবতে ডুবতে
গভীর চোরাবালি
আমিও হাত বাড়িয়েছিলাম
তুমিও কাছে ছিলে
তবু ধরোনি এই হাত

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar