শেষবার ডুবতে ডুবতে গভীর চোরাবালি আমিও হাত বাড়িয়েছিলাম তুমিও কাছে ছিলে তবু ধরোনি হাত শেষবার ডুবতে ডুবতে গভীর চোরাবালি আমিও হাত বাড়িয়েছিলাম তুমিও কাছে ছিলে তবু ধরোনি এই হাত শেষবার ডুবতে ডুবতে ♪ মনের গভীরে চোরাবালির বাসা তল না খুঁজে পেয়ে ক্লান্ত ভালোবাসা শরীরী symphony cacophony হয় রাতের বাসি প্রেম বালিশে গুমরায় এ সময় আর কোনো কবিতা নয় রুপোলি রঙ দেখে পতিতা ভুলে যায় রাত্রি নামলে করো চুরি করা পা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেই পাপ বুকে বয়ে আরো গভীরে যেতে আমি ডুবুরি হয়ে যাই শেষবার ডুবতে ডুবতে ♪ কতটা উঠলে কতটা নামা হয় সিঁড়ি ভাঙা এক অঙ্ক কষা হয় সাপের মুখে তুমি-আমি, সব্বাই বিষে বিষে নীল অমৃত খুঁজে যাই রাতের ট্রামলাইন, একঘেয়ে চলা দশ by দশ ঘরে অভিনয়ের খেলা পড়ে থাকা অর্কিড, কাঁচ ভাঙা photo frame সংজ্ঞা বদলেছে প্রেম সেই প্রেম বুকে নিয়ে আরো গভীরে গিয়ে আমি ডুবুরি হতে চাই শেষবার ডুবতে ডুবতে গভীর চোরাবালি আমিও হাত বাড়িয়েছিলাম তুমিও কাছে ছিলে তবু ধরোনি এই হাত