ভালোবাসা, ভালোবাসা ছিল আকাশের গায়ে কিছু মেঘেদের নাম ভালোবাসা, ভালোবাসা ছিল বই পাড়ার মোড়ে second hand দরদাম ভীড় বাসে সেই তুমি, কার আঙ্গুল ছিল মনে নেই ঠোঁটকাটা দিনগুলো গোঁফদাড়ির ফাঁকে লুকিয়ে ভীড় বাসে সেই তুমি, কার আঙ্গুল ছিল মনে নেই ঠোঁটকাটা দিনগুলো গোঁফদাড়ির ফাঁকে লুকিয়ে ডানাগুলো কেটে নিলে, রোজ রাতে আর উড়বো না ঘন শীতে ভয়ে ভয়ে শাল মুড়ি দিয়ে আর ঘুরবো না ডানাগুলো কেটে নিলে, রোজ রাতে আর উড়বো না ঘন শীতে ভয়ে ভয়ে শাল মুড়ি দিয়ে আর ঘুরবো না মনে হয় মাঝে কুমারী বিবাহ সাজে মন নেই মন নেই, মন নেই ভালোবাসা, ভালোবাসা ছিল আকাশের গায়ে কিছু মেঘেদের নাম ভালোবাসা, ভালোবাসা ছিল বই পাড়ার মোড়ে second hand দরদাম