ঝাপসা দিন ল্যাপটপে
ব্যস্ত কাজ ঝিম ধরে
ক্লান্ত কাপ, শেষ চুমুক
অ্যাশট্রেতে পুড়ছে সুখ
মানিপ্ল্যান্ট চাইছে দোল
বৃষ্টি-ছাট জানলা খোল
জলছবি নীলচে ফ্রেম
কবিতারা আঁকছে প্রেম
টুপ-টাপ পিয়ানোর একলা দুপুরে
প্রিয় এফএমে বাজে
আমার ভিতর বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি
আমার ভিতর বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি
ডানা চায় ছুঁতে আকাশটাকে
বাহানা খুঁজেছে চোরা ইশারাকে
ডানা চায় ছুঁতে আকাশটাকে
বাহানা খুঁজেছে চোরা ইশারাকে
গলছে মোম কি আঁচে
প্রেম ভীষণ ছোঁয়াচে
আবছা পথ তোর পাড়া
আজকে মন ঘরছাড়া
অবাধ্যতা বুক জুড়ে
উঠছে ঢেউ চেনা সুরে
ভালোলাগা ডাকছে আয়
বাতাস হবো তোর ডানায়
বোবা সুখ যায় ভেসে দূর
শহরে দিকশুন্য পুর
টুপ টাপ পিয়ানোর একলা দুপুরে
প্রিয় এফএমে বাজে
আমার ভিতর বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি
আমার ভিতর বাহিরে
অন্তরে অন্তরে আছো তুমি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri