Kishore Kumar Hits

Anupam Roy - Bichar - Adrishyo Nagordolar Trip şarkı sözleri

Sanatçı: Anupam Roy

albüm: Adrishyo Nagordolar Trip


আমাদের পৃথিবীতে নানা রকমের বিচার ব্যবস্থা আছে
আমাদের দেশেও মানুষকে justice পাইয়ে দেওয়ার জন্য আইন রয়েছে
কিন্তু দুর্ভাগ্য, বহু মানুষ হয়তো জানেই না সেসব
জানলেও সে আইন প্রয়োগই হয় না, এমন বহু উদাহরণ আমরা দেখতে পাই প্রতিদিন
যেমন ধরা যাক, আমাদের দেশের minimum wage
অর্থাৎ একজন কৃষক বা শ্রমিকের
প্রতিদিনকার নূন্যতম পারিশ্রমিক কত হওয়া উচিত, সে নিয়ে আইন রয়েছে
কিন্তু হকের মজুরি তারা পাচ্ছে কি?
পৃথিবীর ইতিহাস দেবতার ইতিহাস
রাজাদের ইতিহাস গো
পৃথিবীর ইতিহাস যুদ্ধের ইতিহাস
শোষণের ইতিহাস গো
রাজা থাকে সিংহাসনে বসে
সাধারণ মানুষ আঙুল চোষে
রাজা থাকে সিংহাসনে বসে
সাধারণ মানুষ আঙুল চোষে
অন্যায় দেখলে তুমি চোখ ঢেকে রাখো রে
প্রতিবাদ করলে তুমি জেলের ভেতর থাকো
বিচার তো কোনোদিনই হবে না, হবে না
বিচার তো কোনোদিনই হবে না
বিচার তো কোনোদিনই হবে না, হবে না
Justice বলে কিছু পাবে না

এসব নিয়ে কিছুদিন আগে মহাশ্বেতা দেবীর কিছু গল্প পড়ছিলাম
বসাই টুড়ু, দ্রৌপদী মেঝেন, এদের জীবনের গল্পগুলো পড়লে শিউরে উঠতে হয়
আমাদেরই দেশের নাগরিক কিন্তু কী তাদের বেঁচে থাকা
অস্ত্র ধরলে তাদের দাগিয়ে দেওয়া হয়
কখনও মাওবাদী, কখনও নকশাল বলে
পুলিশ encounter হয়
মহিলাদেরকে আমাদের দেশের পুলিশরাই ধর্ষণ করে
পৃথিবীর ইতিহাস পুরুষের ইতিহাস
মালিকের ইতিহাস গো
মালিক যা পারে তা তুমি তো পারবে না
এ কথা মেনে নাও গো
আমি কোনো পন্থী হতে চাই না
দেখি আমি democracy-'র আয়না
আমি কোনো পন্থী হতে চাই না
দেখি আমি democracy-'র আয়না
মাওবাদী বলছো যাকে, সে তো মাওকে চেনেই না
রাষ্ট্রের গুলি খেয়ে বাঁচবে সে তো প্রাণে না
বিচার তো কোনোদিনই হবে না, হবে না
বিচার তো কোনোদিনই হবে না
বিচার তো কোনোদিনই হবে না, হবে না
Justice বলে কিছু পাবে না

এলো বান এলো রে, গেল সব গেল রে
এবার কী হবে মানুষের?
ভগবান, ভগবান, ডাকে সব পালোয়ান
ভগবান কোথায় গেল রে?
রাষ্ট্র, পার্টি, কাউকে খুঁজে পাবে না
কৃষ্ণ বলে সঙ্গে কেউই যাবে না
রাষ্ট্র, পার্টি, কাউকে খুঁজে পাবে না
কৃষ্ণ বলে সঙ্গে কেউই যাবে না
রাজারা সব রকেট চেপে অন্য গ্রহে পালাবে
তুমি ফ্যালফ্যাল করে তাকাবে
বিচার তো কোনোদিনই হবে না, হবে না
বিচার তো কোনোদিনই হবে না
বিচার তো কোনোদিনই হবে না, হবে না
Justice বলে কিছু পাবে না

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar