সারারাত আমি হই শুধু আমার নির্ঘুম নির্জনতায় বাড়ে আঁধার সারারাত আমি হই শুধু আমার নির্ঘুম নির্জনতায় বাড়ে আঁধার কাটে না, কাটে না যে সময় কাটে না, কাটে না যে সময় অস্থির ভাবনারা ঘিরে রয় অনুভব শুধু এক ব্যথাভার নির্ঘুম নির্জনতায় বাড়ে আঁধার পারে না, পারে না কেন মন পারে না, পারে না কেন মন বেছে নিতে সুখের স্বপন আসে না সে তো আর যে আসার নির্ঘুম নির্জনতায় বাড়ে আঁধার জানি না, জানি না কেন হায় জানি না, জানি না কেন হায় কেড়ে নিতে যা কিছু মন চায় কিছু দিতে কি নেই ভালোবাসার নির্ঘুম নির্জনতায় বাড়ে আঁধার সারারাত