যাস কোথা তুই? কীসের এত তাড়া? কেন নিস না কানে? বলছি একটু দাঁড়া, ও রে হেই যাস কোথা তুই? কীসের এত তাড়া? কেন নিস না কানে? বলছি একটু দাঁড়া চৈত্রবেলার কৃষ্ণচূড়া ফুল ফাগুন খেলায় মেতেছে আকুল চৈত্রবেলার কৃষ্ণচূড়া ফুল ফাগুন খেলায় মেতেছে আকুল মাতাল কোকিল বসন্ত কুহুতানে পাগল হাওয়ায় কোন সে দোলা আনে প্রাণে কি তোর পাস না কিছুর সাড়া? কেন নিস না কানে? বলছি একটু দাঁড়া, ও রে হেই যাস কোথা তুই? কীসের এত তাড়া? কেন নিস না কানে? বলছি একটু দাঁড়া কোমল হাতের কাঁকন রিনিঝিন সুরের আবেশ জাগায় সে রঙিন কোমল হাতের কাঁকন রিনিঝিন সুরের আবেশ জাগায় সে রঙিন দু'টি চোখের মদির ছোঁয়া তার বাকি কিছুই রাখলো না চাওয়ার সময় এমন কেমনে যায় ছাড়া কেন নিস না কানে? বলছি একটু দাঁড়া, ও রে হেই যাস কোথা তুই? কীসের এত তাড়া? কেন নিস না কানে? বলছি একটু দাঁড়া ♪ চাই না, যা পাই চাই না, যা চাই পাই না ভুল করেও তা চাই না কেচ্ছা কারো গাই না ভাঁড় ভেঙে রস খাই না কেন মিছে মরো? ভাবা ছেড়ে দাও আরাম যখন হারাম তখন সয় না মনে দখিন হাওয়া বয় না দিব্যি আছ, মজা লুটে নাও চাই না, যা পাই চাই না, যা চাই পাই না ভুল করেও তা চাই না কেচ্ছা কারো গাই না ভাঁড় ভেঙে রস খাই না কেন মিছে মরো? ভাবা ছেড়ে দাও আরাম যখন হারাম, তখন সয় না মনে দখিন হাওয়া বয় না দিব্যি আছো, মজা লুটে নাও আমরা গাইবো শুধু গান আমরা চাই না ভুয়ো মান হতে চাই না শিরোনাম আমরা গাইবো শুধু গান থাকো ইচ্ছে হলে কিংবা কেটে যাও Office এ, বাজারে, পথেঘাটে যতসব চামচা লেখে রোজনামচা আর chance পেলে দেয় খামচা কেন মিছে মরো? ভাবা ছেড়ে দাও চুলোয় যাক সব ভদ্দরলোকের কৃষ্টি আসুক তেড়ে বৃষ্টি ফষ্টিনষ্টি ভাসিয়ে রসাতলে দাও Office এ, বাজারে, পথেঘাটে যতসব চামচা লেখে রোজনামচা আর chance পেলে দেয় খামচা কেন মিছে মরো? ভাবা ছেড়ে দাও চুলোয় যাক সব ভদ্দরলোকের কৃষ্টি আসুক তেড়ে বৃষ্টি ফষ্টিনষ্টি ভাসিয়ে রসাতলে দাও আমরা গাইব শুধু গান আমরা চাই না ভুয়ো মান হতে চাই না শিরোনাম আমরা গাইব শুধু গান থাকো ইচ্ছে হলে কিংবা কেটে যাও ♪ পেরিয়ে মাঠের সীমানা ওই মেলা বসেছে চরকি ঘোরে, পাপড় ভাজায় মাতালিয়া ঢোলকে মনকে মাতায় তোরা কে কে যাবি রে, কে কে যাবি রে কে কে যাবি রে তোরা আয় তোরা কে কে যাবি রে, কে কে যাবি রে কে কে যাবি রে তোরা আয় ♪ পয়সা যদি নেই pocket এ ভাবনা কী আছে? ঘুরতে মানা, চড়তে মানায় ভিড়ে মেশা আনন্দে কী আসে যায়? তোরা কে কে যাবি রে, কে কে যাবি রে কে কে যাবি রে তোরা আয় তোরা কে কে যাবি রে, কে কে যাবি রে কে কে যাবি রে তোরা আয় ♪ একরঙা এই জীবন ছেড়ে একটু পালানোর তার বেশি হায়, কে-ই বা কী চায় বেচাকেনা হিসেবের খুশির মেলায় মোরা সবাই যাব রে, সবাই যাব রে সবাই যাব যে রে মেলায় তোরা কে কে যাবি রে, কে কে যাবি রে কে কে যাবি রে তোরা আয় মোরা সবাই যাব রে, সবাই যাব রে সবাই যাব যে রে মেলায় ♪ কালকে রাত্রি পোহালে দইয়ের ফোঁটা কপালে Fountain pen সামলে রাখি মরি admit card হারালে বিনীতা, কেমন আছ? বিপদ আমার পরশু BA part 2 কি জানি কী লিখব খাতায় ♪ শ্রোতাদের মুখোমুখি কেঁপে উঠি অজানা ভয়ে মাথাগুলো সারিসারি যেন সর্ষের ফুল শ'য়ে শ'য়ে (বিনীতা, কেমন আছ?) বিনতু, কেমন আছ গো? বিপদ আমার পরশু BA part 2 কি জানি কী লিখব খাতায় বিনতু, কেমন আছ গো? বিপদ আমার পরশু BA part 2 কি জানি কী লিখব খাতায় কি জানি কী লিখব খাতায় কি জানি কী লিখব খাতায় বিনীতা