Runway জুড়ে পড়ে আছে শুধু, কেউ নেই, শূন্যতা আকাশে তখন থমকিয়ে আছে মেঘ বেদনাবিধুর radar-এর অলসতা কিঞ্চিৎ সুখী পাখিদের সংবেগ Runway জুড়ে পড়ে আছে শুধু, কেউ নেই, শূন্যতা আকাশে তখন থমকিয়ে আছে মেঘ বেদনাবিধুর radar-এর অলসতা কিঞ্চিৎ সুখী পাখিদের সংবেগ ♪ এমন বিশাল বন্দরে বহুকাল থামেনি আকাশবিহারী বিমানযান এখানে-ওখানে আগাছার জঞ্জাল শূন্য ডানায় বায়বিত গতিবেগ এমন ছবিতে কিশোরী মানায় ভালো Frock-এ মুখ গুঁজে কাঁদে চুল এলোমেলো ♪ চারণ দেখেছে এই ছবিখানি তাই হৃদয় জেনেছে শূন্যতা উড়ু মেঘ চারণ ভোলে না এই ছবিখানি তাই বড় মায়া লাগে, বড় তার উদ্বেগ আকাশে তখন ঝড় এসে যাবে বলে থমকিয়ে আছে মেঘ