HIGHWAY - Shakkhi şarkı sözleri
Sanatçı:
HIGHWAY
albüm: Shakkhi
কত তারা ঝরে যায়
কে রাখে কার খবর
এই অদ্ভুত পৃথিবী
কেউ কারোর নয়
কত রক্তে কী মিশে যায়
কী সেই নির্মম আঘাতে
থাকে দেয়ালের ওপাশে বন্দি
নাই, কোনো সাক্ষী নাই
এত আপন ভেবেছ যাকে
সেও নিচ্ছে না তো খবর
প্রতিদানের ফাঁসিতে ঝুলছে
জীবন্ত লাশ তোমার
আজ নির্বাক তাকিয়ে তুমি
কবে আসবে চোখে ঘুম
তুমি ফিরে পেতে চাও না কিছু
জেগে থেকে লাভ কী আর
আঁধারে
অবহেলায়
অবলীলায়
ধিক্কার দেয়ালে বন্দি
সান্ত্বনা নেই প্রার্থনায় আর
আজ নিঃশেষ হবার বেলায়
নাই, কোনো সাক্ষী নাই
চেয়ে দেখ বন্ধু, তুমি একা নও
যত সস্তা পিছুটান ঝেড়ে ফেলে দাও
জেগে ওঠো উচ্ছ্বাসে
আর কোনো আশা নয়
দেখ কুয়াশায় ঝরছে রোদ
জানালা খুলে দাও
চেয়ে দেখ বন্ধু, তুমি একা নয়
যত সস্তা পিছুটান ঝেড়ে ফেলে দাও
জেগে ওঠো উচ্ছ্বাসে
আর কোনো আশা নয়
দেখ কুয়াশায় ঝরছে রোদ
জানালা খুলে দাও
♪
যত ধিক্কার দেয়ালে বন্দি
সান্ত্বনা নেই প্রার্থনায় আর
আজ নিঃশেষ হবার বেলায়
নাই, কোনো সাক্ষী নাই
আজ নিঃশেষ...
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri