তুই ছাড়া আমার কে আছে বল তুই ছাড়া আমায় কে বোঝে বল ভালো লাগে না তোকে না দেখিলে ভালো লাগে না তোকে ছাড়া রে দূরে দূরে, মন মাঝি রে থাকিবো কী করে তোকে ভুলে? দূরে দূরে, মন মাঝি রে থাকিবো কী করে তোকে ভুলে? বল না তুই কার কাছে স্বপ্ন রাখিস বল না তুই কার চোখে স্বপ্ন দেখিস মনমাঝি রে, তোকে ছাড়া কী করে থাকিবো আমি এত দূরে? মনমাঝি রে, তোকে ছাড়া কী করে থাকিবো আমি এত দূরে? বুকেরই শুভ্রতা তোকে দিলাম তোর যত মুগ্ধতা চেয়ে নিলাম হৃদয়ের মন্দিরে প্রতিমা তুই তোকে ছাড়া জীবনে চাই না কিছুই মনমাঝি রে, তোকে ছাড়া কী করে থাকিবো আমি এত দূরে? মনমাঝি রে, তোকে ছাড়া কী করে থাকিবো আমি এত দূরে? তোর চোখে দেখেছি চেনা সেই ভোর তোর মাঝে নিশিদিন অচেনা ঘোর মেঘেরই পথ ধরে তোর অভিমান স্বপ্নরা বেড়েছে আকাশ সমান মনমাঝি রে, তোকে ছাড়া কী করে থাকিবো আমি এত দূরে? মনমাঝি রে, তোকে ছাড়া কী করে থাকিবো আমি এত দূরে? তুই ছাড়া আমার কে আছে বল তুই ছাড়া আমায় কে বোঝে বল ভালো লাগে না তোকে না দেখিলে ভালো লাগে না তোকে ছাড়া রে দূরে দূরে, মন মাঝি রে থাকিবো কী করে তোকে ভুলে? দূরে দূরে, মন মাঝি রে থাকিবো কী করে তোকে ভুলে? বল না তুই কার কাছে স্বপ্ন রাখিস বল না তুই কার চোখে স্বপ্ন দেখিস মনমাঝি রে, তোকে ছাড়া কী করে থাকিবো আমি এত দূরে? মনমাঝি রে, তোকে ছাড়া কী করে থাকিবো আমি এত দূরে?