Kishore Kumar Hits

Bassbaba Sumon - Tomar Jonno - J Mix şarkı sözleri

Sanatçı: Bassbaba Sumon

albüm: Megher Deshe


তুমি ভরেছো এ মন
এক নিঝুম অরণ্যে
বসন্তে পাহাড়চূড়ায়
আর বৃষ্টি দিয়ে
মরুভূমির ঝড়ে আর
ঘুমন্ত সাগরে
তুমি ভরে দাও এ মন
ফিরে এসে
তুমি ভরেছো এ মন
এক নিঝুম অরণ্যে
বসন্তে পাহাড়চূড়ায়
আর বৃষ্টি দিয়ে
মরুভূমির ঝড়ে আর
ঘুমন্ত সাগরে
তুমি ভরে দাও এ মন
ফিরে এসে
আমায় ভালবাসতে দাও
এই জীবন দিয়ে
যেন হারাই তোমার
মিষ্টি হাসিতে
যেন থাকি সারাক্ষণ
এই বাহুডোরে
ফিরে এসো এ জীবনে
নতুন করে
তুমি ভরেছো এ মন
এক নিঝুম অরণ্যে
বসন্তে পাহাড়চূড়ায়
আর বৃষ্টি দিয়ে
মরুভূমির ঝড়ে আর
ঘুমন্ত সাগরে
তুমি ভরে দাও এ মন
ফিরে এসে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar