চলছিলো সব ঘড়ির কাঁটার মতো ছেলেটার নিয়মমাফিক আঁকছিলো ছবি সাদা আর কালো, অথবা একটু রঙিন হঠাৎ ছেলেটার জীবনটায় আসলো নতুন যে কি! চলো আজ রাতে আলো নিভিয়ে চুপচাপ গল্প শুনি সারারাত বিছানায় শুয়ে শুয়ে ঘুম আসে না মেয়েটির ব্যস্ত জীবনের মাঝে সাদামাটা ছিলো সে এক কবি চোখের দৃষ্টি যতদূর যাক, ছন্দ ছিলো ঠিকই হঠাৎ করে পাল্টে যায় সব, চলো সে গল্প শুনি দু'টি মানুষ, দু'টি ভাবনা দু'টি পৃথিবীর পড়ে না তারা হিসেবের ছকে এই প্রকৃতির তবু একদিন টোকা পড়ে অনিয়মের দরজায় প্রকৃতি হঠাৎ হাল ছেড়ে দিয়ে নতুন হিসেব মেলায় গল্পটার শুরুটায় ছিলো আজকের মতো এক রাত সে রাতেও আকাশটাতে ছিলো মস্ত বড় এক চাঁদ কি মনে করে ছেলেটা সে রাতে বেরুলো ঘর থেকে একাকী বসে নির্জনতায় জোছনার ছবি আঁকে মেয়েটিরও ঘুম আসে না, সারারাত এপাশ-ওপাশ আধঘুমো চোখে মাথার ভেতর জোছনার বসবাস কি মনে করে মেয়েটা সে রাতে বেরুলো ঘর থেকে লিখবে সে আজ নতুন কবিতা এই জোছনা নিয়ে অনিয়ম বলে প্রকৃতিকে, হবে নাকি নতুন গান? প্রকৃতি বলে, ভাবতে দে আমায়, তুই একটু থাম অনিয়ম বলে, প্রেম কি কখনো ভেবেচিন্তে হয়? নিয়ম হঠাৎ বলে, ভাঙো আমায়, পাচ্ছি না আমি ভয় সকালে ঘুম ভেঙে ছেলেটির চোখ পড়ে ছবিটায় অবাক হয়ে সে দেখে সেথায় একটি মেয়েকে জোছনায় মেয়েটিও যখন চোখ বোলায় তার কবিতার খাতায় কোথা থেকে যেন কবিতার মাঝে একটি ছেলের উদয় সেই রাতে ছেলেটি নিয়মের খাতা ছিঁড়ে বেরিয়ে যায় আবার ফিরে যায় খুঁজতে সেই মেয়েটিকে সে নির্জনতায় মেয়েটিও দাঁড়িয়ে থাকে কবিতার খাতা হাতে হয়তো আঁধার ভেঙে দেখবে সে আজ সেই ছেলেটাকে দু'টি মানুষ, দু'টি ভাবনা দু'টি পৃথিবীর হঠাৎ করেই কেন জানি মনে হয় সবকিছুই একই দেখা পায় তারা দু'জন দু'জনার আকাশেতে জোছনায় নিজেদেরকে মনে হয় যেন অনেক দিনের চেনা