চতুর্দিকে ভীষণ আঁধার বিষণ্ন সবই আমি তখন একলা ঘরে কাহারে ভাবি? কাহারে ভাবি? চতুর্দিকে ভীষণ আঁধার বিষণ্ন সবই আমি তখন একলা ঘরে কাহারে ভাবি? তাহারে ভাবি ♪ কালা পানি, ভালা নয়তো কেউ চায় না দিতে সায় আমি দেখি তাহার ভিতর কার মুখ দেখা যায় মুখ দেখা যায় চতুর্দিকে ভীষণ আঁধার বিষণ্ন সবই আমি তখন একলা ঘরে কাহারে ভাবি? তাহারে ভাবি ♪ এমন আঁধার এমন কালায় পথ হারাইয়া পথ কীসের ভেতরে আমি পাব যে আমি পাব যে তাহায় পাব যে তাহায় চতুর্দিকে ভীষণ আঁধার বিষণ্ন সবই আমি তখন একলা ঘরে কাহারে ভাবি? তাহারে ভাবি কাহারে ভাবি? তাহারে ভাবি কাহারে ভাবি? তাহারে ভাবি কাহারে ভাবি? তাহারে ভাবি কাহারে ভাবি? তাহারে ভাবি