Kishore Kumar Hits

Meghdol - E Hawa şarkı sözleri

Sanatçı: Meghdol

albüm: E Hawa


রাত্রীর ট্রেন
করুণ শঙ্খের মতো
মায়ের মুখে প্রথম শোনা গান

জন্মাবধি একটা অন্ধ নদী
ডুকরে কাঁদা মুক্তি দিলো গান
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে

কোথায় ছিলাম?
কোন শব্দের ভেতর
অক্ষরগুলো চূর্ণ আলো?
কোন আবেগে, কোন নৈঃশব্দ্যে
ধরবো তারে আমার প্রথম গান?
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে

কোথায় থাকে হারানো সুর?
রহস্যনীল myth-এর বাগান
ফিরতি পথে, মস্ত আকাশ
অস্ফুট স্বর, ধুলোর গান
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar