Kishore Kumar Hits

Rupak Tiary - Hariye Jao Jodi Bhire Reprised Version şarkı sözleri

Sanatçı: Rupak Tiary

albüm: Cheene Baadaam


হারিয়ে যাও যদি ভীড়ে
আসার চেষ্টা করো ফিরে
হারিয়ে যাও যদি ভীড়ে
আসার চেষ্টা করো ফিরে
রাস্তা শেষ হলে বাড়ি
তুমি অপেক্ষা আমারই
রাস্তা শেষ হলে বাড়ি
তুমি অপেক্ষা আমারই
তোমার বালিশের কাছে
অভিমানেরা জমা আছে
তোমার বালিশের কাছে
অভিমানেরা জমা আছে
তুমি ঘুমোলে দুয়ারের আলো
নিভিয়ে দিতে পারি
তুমি ঘুমোলে দুয়ারের আলো
নিভিয়ে দিতে পারি
হারিয়ে যাও যদি ভীড়ে
আসার চেষ্টা করো ফিরে

ফেলে আসা খড়কুটো
সাথে নিও ইচ্ছে হলে
না লেখা যত গল্পেরা
তোর দু'চোখ দিচ্ছে বলে
ভালোবাসা আটকাতে
স্মৃতির ধর্না চৌকাঠে
দাঁড়িয়ে যেও মাঝপথে
শেষটুকু যদি নাই থাকে
দেরি করো না আর, প্রিয়
আমাকে সাথে নিও
বৃষ্টি তোমার ঠিকানা
মেঘেরা শুধু আমারই
বৃষ্টি তোমার ঠিকানা
মেঘেরা শুধু আমারই
হারিয়ে যাও যদি ভীড়ে
আসার চেষ্টা করো ফিরে
রাস্তা শেষ হলে বাড়ি
তুমি অপেক্ষা আমারই
তোমার বালিশের কাছে
অভিমানেরা জমা আছে
ঘুমোলে দুয়ারের আলো
নিভিয়ে দিতে পারি
তুমি ঘুমোলে দুয়ারের আলো
নিভিয়ে দিতে পারি
হারিয়ে যাও যদি ভীড়ে
আসার চেষ্টা করো ফিরে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar