তোমার হাত ধরে জীবনটা ভাগ করে সুখ-দুঃখ আর মানি না (মানি না) যা ইচ্ছে তাই ভালোবেসে যাই কী যে ফিরে পাই জানি না (জানি না) বাসে-ট্রামে ঘুরছে চাকা হৃদয় শূন্য, মগজ ফাঁকা প্রতিদিন (প্রতিদিন) কীসের জন্য ফিরে দেখা দিনের শেষে সেই তো একা, কী যে scene (কী যে scene) ♪ বন্ধু আমাকে দু'হাত বাড়ালে এ জীবন ভাগ করে নেওয়া কী যে আরাম স্বপ্ন দেখালে নতুন সকালে বন্ধুত্বেরই নাম আসলে চীনেবাদাম ♪ তোমার হাত ধরে জীবনটা ভাগ করে সুখ-দুঃখ আর মানি না (মানি না) যা ইচ্ছে তাই ভালোবেসে যাই কী যে ফিরে পাই জানি না (জানি না) রাজপথ থেকে শহরতলি সম্পর্কের অলিগলি ঘুরে স্বপ্নেরা (স্বপ্নেরা) নীরবতার শব্দ বিশেষ রোজনামচার হিসেব-নিকেশ গল্পেরা (গল্পেরা) বন্ধু আমাকে দু'হাত বাড়ালে এ জীবন ভাগ করে নেওয়া কী যে আরাম স্বপ্ন দেখালে নতুন সকালে বন্ধুত্বেরই নাম আসলে চীনেবাদাম কী এমন হারালে চশমার আড়ালে কেঁদে ভাসালে তুমি নিজেরই নাম স্বপ্ন দেখালে নতুন সকালে বন্ধুত্বেরই নাম আসলে চীনেবাদাম (চীনেবাদাম) চীনেবাদাম ♪ (চীনেবাদাম)