Kishore Kumar Hits

Miftah Zaman - Grohon şarkı sözleri

Sanatçı: Miftah Zaman

albüm: Adorer Shuktara


নেভে যাওয়া সাঁঝের প্রদীপ আবার জেগে উঠবে
না ফোটা সে গোলাপ কলি নতুন করে ফুটবে
নেভে যাওয়া সাঁঝের প্রদীপ আবার জেগে উঠবে
না ফোটা সে গোলাপ কলি নতুন করে ফুটবে
আগামী ভোরের সূর্যোদয়ে আবার যখন জাগবে
অরুণ আলোর তরুণ আভায় আমার পরশ লাগবে
অর্ধপথে থেমে ছিলে পিছু ফিরে চাওনি
অপেক্ষাতে দাঁড়িয়ে ছিলাম দেখতে আমায় পাওনি
থমকে ছিল হিমেল বাতাস পথের বনফুল
হৃদয় ছিল রক্তগঙ্গা তোমাতে ব্যাকুল
সকল ভুলে আবার হয়তো হাতে দু'হাত রাখবে
হাতে দু'হাত রাখবে...
শেষ বেলাতে ডাকবে হয়তো নিথর রবো আমি
সাদা কাপড় জড়ানো আমায় দেখতে চাইবে তুমি
দর্শনার্থী হবে তুমি হাজার লোকের ভিড়ে
দেহ তরী ডুববে যখন জীবন নদীর তীরে
আঁধার শেষে আলো এসে তোমার গায়ে মাখবে
আঁধার শেষে আলো এসে তোমার গায়ে মাখবে
আগামী ভোরের সূর্যোদয়ে আবার যখন জাগবে
অরুণ আলোর তরুণ আভায় আমার পরশ লাগবে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar