জানি তুমি নও আমার তবু ভাবতে ভালো লাগে তুমি নও কারো আর শুধু যে আমার জানি তুমি নও আমার তবু ভাবতে ভালো লাগে তুমি নও কারো আর শুধু যে আমার ভালবাসো আর নাইবা বাসো তবু ভাবতে ভালো লাগে তোমার মনের ওই চোরাকুঠুরি শুধু যে আমার চাইবো সুখের মেঘ বৃষ্টি হয়ে সিক্ত করুক তোমাকে তোমার চোখের নিচে কান্নার দাগ মুছে যাবে শ্রাবণজলে তবু জানতে ইচ্ছে হবে তবু শুনতে ইচ্ছে হবে আমায় কি কখনও মনে করেছিলে একফোঁটা আঁখিজলে শ্রাবণের সে অঝোর ধারায় ভিজতে কি চাইতে আমার এ হাতটি ধরে বলবো প্রিয় চেনা মুখগুলো এঁকে মুছে ফেলো আমাকে স্বপ্নের মতো করে সাজাও তুমি তোমার আপন পৃথিবীকে তবু মন চাইবে জানতে তবু মন চাইবে শুনতে স্বপ্নজগতের সে দুয়ার ঠেলে আসতে দেবে কি আমাকে জীবনের কোনো চেনা পথের পানে তাকিয়ে একবারও কি খুঁজবে আমাকে? জানি তুমি নও আমার তবু ভাবতে ভালো লাগে তুমি নও কারো আর শুধু যে আমার তুমি নও কারো আর শুধু যে আমার...