Miftah Zaman - Adorer Shuktara şarkı sözleri
Sanatçı:
Miftah Zaman
albüm: Adorer Shuktara
ঢেকে যায় আদরের শুকতারা
চেয়ে রয় দু'টি চোখ নিষ্প্রাণ
ক'ফোঁটা নোনা জল এসে ভালোবেসে
চুপিসারে শেখালো স্নান
ধুয়ে যাওয়া কিশোরের চেহারা
থেমে যাওয়া ঘুম পাড়ানি গান
পিয়ানোর বুক পিষে
আলগোছে জল মুছে
রেখেছি হেসে এ অভিমান
হাসিমুখে ছিল যে দোষ কার?
স্মৃতিমাখা দেয়ালের পোস্টার
চুপিচুপি বলছে কথা কবেকার
চিরসঙ্গী আজও এ গিটার
প্রথম উপহার
একই তারিখ বিভিন্ন ক্যালেন্ডার
স্মৃতিরাতো ফেরেনি আরেকবার
একই তারিখ বিভিন্ন ক্যালেন্ডার
স্মৃতিরাতো ফেরেনি আরেকবার
একলা বড় একা কাঠের চেয়ার
একলা আমি ছাড়া আছে কে আর?
রাতের উপকার...
ঝরে পড়া ঠান্ডা শিশির ধারা
রেখে যাওয়া জুজুর গীতবিতান
আবারও পাশে টেনে চোখে জল এনে
ভালোবেসে শেখালো স্নান
ফিরবেনা আদরের শুকতারা
শুনবেনা নতুন লেখা গান
তাই পিয়ানোর বুক পিষে
আলগোছে জল মুছে
রেখেছি হেসে এ অভিমান
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri