এক ফাগুনে ফোটে কত ফুল হয়নি কভু গুনা বিদায় তিথির সবগুলো গান হয়নি সেদিন শোনা যায়না মাপা ঠিক কত জল এক বরষায় ঝরে তবুও আকাশ ঝেপে বৃষ্টি এলে সে তোমায় মনে পড়ে এখানে আমি কাঁদতে আসিনি ভিজিয়ে চোখেরই পাতা বৃষ্টি যখন শুধু আমাকে ভাবায় ভরে ওঠে গানেরই খাতায় এক দুপুরে শুকাতে কি পারে ঢেউ যত আছে সাগরে যে পাখি ডানা মেলেছে ভোরে সন্ধ্যায় আসে তো ফিরে বিসর্জনের শেষটা কোথায় বুঝবো কেমন করে একলা মনের যত না বলা কথায় সে তোমায় মনে পড়ে জীবন যখন যেখানে যেমন তবুও তো আছি বেঁচে দৃষ্টি এখন খোঁজে পেছনে ফিরে যতকিছু হারিয়ে গেছে এক কবিতায় পায়না যে ঠাঁই কখনো সব উপমা অতঃপর অবেলায় অনুভবে সে অবশেষে অদ্বিতীয়া অবাক চাঁদের সেই আলো হাসে আজও পৃথিবীর 'পরে আড়ালে যেথায় তুমি চির অধরা সে তোমায় মনে পড়ে সে তোমায় মনে পড়ে সে তোমায় মনে পড়ে সে তোমায়... মনে পড়ে...